জুলাই বিপ্লব: বাংলা র‍্যাপ গানের বিস্ফোরণ

বাংলা র‍্যাপ গানের বয়স একেবারে কম না হলেও, বাংলা সংস্কৃতিতে তাকে নবীন বলাটাই ভালো। তবে নবীনেরা কি করতে পারে জুলাই মাস সেটা যেরকম আমাদের দেখিয়েছে, তরুণ র‍্যাপারেরাও সেটা আমাদের বুঝিয়ে দিয়েছেন গানের বিটে বিটে। জুলাই বিপ্লব বা ছাত্র অভ্যুত্থান যে নামেই ডাকেন না কেন- বারুদ ঠাসা এসব বাংলা র‍্যাপ গান এক দারুন অস্ত্র ছিল আমাদের।

শুরুটা ছিল র‍্যাপার সেজানের ‘কথা ক’ দিয়ে। এরপর আসে তার ভাই র‍্যাপার হান্নানের ‘আওয়াজ উডা’। তারপর একে একে ‘বাংলা মা’, ‘স্বাধীনতার গন্ধ’ সহ আরো সব বিস্ফোরক র‍্যাপ গানের মিছিলে যোগদান।

লণ্ঠনের আয়োজনে থাকছে এই গানগুলো লিরিকসহ ভিডিও। ফলে আপনি এখান থেকেই সরাসরি শুনতে পারবেন গানগুলো। সাথে থাকছে লিরিক।

কথা ক / সেজান

কথা ক লিরিক (দেখতে ক্লিক করুন)

এ, ‘৫২-‘র তে ‘২৪-এ তফাত কই রে? কথা ক!
দ্যাশটা বোলে স্বাধীন, তাইলে খ্যাচটা কই রে? কথা ক!
আমার ভাই-বইন মরে রাস্তায়, তর চেষ্টা কই রে? কথা ক!
কালসাপ ধরসে গলা পেঁচায়; বাইর কর সাপের মাথা কো?

এই, জোর যার মুল্লুক তার! আগে ক মুল্লুক কার?
লাঠির জোরে কলম ভাঙে, শান্তির নামে তুলল খাঁড়
কাইল মারলি, পরশু মারলি, মারতে আইলি আজ আবার!
রাজায় যহন প্রজার জান লয়, জিগা তাইলে রাজা কার?

আমার মানচিত্র কান্দে আইজকা দেইখ্যা দ্যাশের হাল রে
লাল-সবুজের পতাকা, মা, পুরাডাই দেহি লাল রে
তলোয়ার হইয়া কাটে- যাগোর হওয়ার কথা ঢাল রে
পাপের জিহ্বায় সইতারে না উচিত কথার ঝাল রে

এইত্তোর দালালের মায়রে- মাইরা দ্যাশের বাইরে
দলের ভাইয়ের shelter লইয়া মারস নিজের ভাইরে
যহন দ্যাশ বেইচ্চা cash করস, দ্যাশপ্রেম যায় কই তর?
মাইরা যাগোর মাথা ফাডাস- মারতি হইলে বইন তর?

মাইয়া-পোলা frontline-এ, online-এও scene-ডা
টোকাই ঘুরে চাক্কু হাতে, ঠোল্লা চুরি পিন্দা
মারতে আইলে মাইরা দিবি, মুর্দা নাইলে জিন্দা
রাইত দেইখা ডরাইস না কেউ, রাইতের পরেই দিনডা

‘৫২-‘র তে ‘২৪-এ তফাত কই রে? কথা ক!
দ্যাশটা বোলে স্বাধীন, তাইলে খ্যাচটা কই রে? কথা ক!
আমার ভাই-বইন মরে রাস্তায়, তর চেষ্টা কই রে? কথা ক!
কালসাপ ধরসে গলা পেঁচায়; বাইর কর সাপের মাথা কো?

নিজের ভাইয়ের গোস খাস বিবেকের তলপ্যাডে পোঁচ মাইরা
আওয়াজ তুলে যারা অগো টিটকারি দেস post মাইরা
ছাত্র দিসে ভাষা আইন্যা, দ্যাশ বানাইসে ছাত্ররা
যেই হাতে কলম-খাতা ওই হাতে দেস হাতকড়া

মুক্তির লেইগা যুদ্ধ কইরা মুক্তিডাই তর মিলল কই?
ভাষার লেইগা লইড়া যদি বোবা হইয়াই পইড়া রই!
এই বেডা যুক্তি কই? মিঠা মিঠা যত উক্তি কই?
দ্যাশের মেরুদণ্ড ভাঙতে যাইয়া নিজের নিজে কবর খুঁড়বি ওই!

দেশ গড়ার সবক দিয়া কামের সময় সইরা যাস!
কার রক্তে পাড়া দিয়া বিজয় মিছিল কইরা যাস?
মায়ের বুক খালি কইরা রঙ্গের মহল গইড়া যাস?
যা, বাঁইচ্চা থাক; খালি জানি ভিত্রেরতে মইরা যাস

জবান খুললেই জবান সিলাই, আর সিলাইব কয়জনের?
একজনে, মা, পইড়া গেলেও খাড়ায় যাইব ছয় জনে
জন্ম লইসি মরতে, মরার ডর দেহাইস না আমাগো
এক সেজানে মরলেও লাখো সেজান কইব, “কথা ক”

‘৫২-‘র তে ‘২৪-এ তফাত কই রে? কথা ক!
দ্যাশটা বোলে স্বাধীন, তাইলে খ্যাচটা কই রে? কথা ক!
আমার ভাই-বইন মরে রাস্তায়, তর চেষ্টা কই রে? কথা ক!
কালসাপ ধরসে গলা পেঁচায়; বাইর কর সাপের মাথা কো?

আওয়াজ উডা / হান্নান

আওয়াজ উডা লিরিক (দেখতে ক্লিক করুন)

আওয়াজ উডা বাংলাদেশ আওয়াজ উডা বাংলাদেশ
রাস্তায় এত রক্ত কাগো আওয়াজ উডা
আওয়াজ উডা বাংলাদেশ আওয়াজ উডা বাংলাদেশ
রাস্তায় গুল্লি করলো কেডা
আওয়াজ উডা বাংলাদেশ

আমরা বলে রাজাকার কয় দি দেশের রাজাকার
ছাত্র আওয়াজ না উডাইলে দেশের ভিত্তে হাহাকার
গদিত বইসে স্বৈরাচার কত কিছু শইয়া আর
তর পজিশন টিক্কা থাকবো কত ভাই ক মইরা আর

নামসি বুকে পতাকা দেশ বেচতাসোস কয় টেকা ?
সিলেট যহন ডুইব্বা গেসে পানি আইসে কইথেকা?
আবু সাঈদরে গুল্লি করলি অডার দিলো কইথেকা?
এবার রাস্তায় লাখো সাঈদ কইলজা থাকলে ঠেকাগা!

আমার বইন যে মাইরা দিলি তর ঘরের টা মারতি তুই
তর না দেইক্ষা মাইরা দিলি নিজের ওইলে পারতি তুই
হকের কেউ খাইয়া লাইলে এমনে কি আর ছারতি তুই
একটা মারবি দশটা পাডাম আর কয়ডারে মারবি তুই

শহিদ হইলো আবু সাইদ এরপর গেলো আসিফ ও
রাফি গেলো তারও পরে গেলো ওয়াসিম আদনান ও
সোনার বাংলা রয়া যাইবো সোনার ছেলে বাদ্দা গো
কাপুরুষ এর পরচিয় তগো কইলজা রাখসি মাপ দা গো

ছাত্র ছারা লীগ হয় নাই তর লীগের কামডা ঠিক হয় নাই
সাধীন বাংলা কইসে খালি বাংলা আর সাধীন হয় নাই
দেশ টা যে কারো বাপের একা ওর বাপে কয়া যায় নাই
হের বাপে যা কইরা গেসে ওর ভিত্তে এডি রয়া যায় নাই

যেউ বুকে কাল্কে মেডেল ঝুলবো ওই বুকে আজকে গুল্লি কে
কথা হইলো মুরদার দেশে ন্যায় এর আওয়াজ তুলবি কে
৫২র টা ভুলতারি নাই ২৪ এর টা ভুলবি কে
শিক্ষার মাজা ভাংগবি তাইলে স্কুল কলেজ খুল্লি কে!

বাংগালী ত বোকা ভাই আমরা পায়ে পায়ে ধোকা খাই
এত বছর চুইশ্শা খাইসোস পরের পাচে ও তরে চাই
ঘরের সন্তান যে ঘরে নাই এই চিন্তা আপায় করে নাই
কত ঝর যে আইলো গেলো চেয়ার আপার লরে নাই

না কোন লীগের আমরা না আইসি কোন দলের তে
নামসি রাস্তায় কাফোন মাথায় টাইন্না আনুম তলের তে
সাইদ আমি গুল্লি লমু হাসি মুখে নলের তে
স্টুডেন্ট গো আওয়াজ ডাবা কমান্ড আইসে দলের তে?

আওয়াজ উডা বাংলাদেশ আওয়াজ কর বাংলাদেশ
রাস্তায় এত রক্ত কাগো কথা ক বাংলাদেশ
আওয়াজ উডা বাংলাদেশ আওয়াজ উডা বাংলাদেশ
আমার ভাই বোন মারসে কেডা
আওয়াজ উডা বাংলাদেশ

বাংলা মা / CHEF-IQ

দেশ সংস্কার / Scary Crow

দেশ সংস্কার লিরিক (দেখতে ক্লিক করুন)

[Verse 1: Gold Cube]
এমন এক কাল থেকে ভুল শিখাইলো
উদ্যোক্তা প্রশ্ন বেইচা লাখে কামাইলো
আবেদ আলি ড্রাইভার, হাতে বানায় বিসিএস ক্যাডার
দেশে ঘরে ঘরে বিপ্লব আনাইলো
এই দেশের প্রধান শিল্প চুরি
প্রধান শিক্ষা রাজনীতি
প্রধান ব্যবসা ধর্ম আর খুনি
যে রাজা প্রজার খবর লয় না ঐ রাজা কার?
ওয়ই আসল রাজাকার, তুমি আমি-প্রজা যার
প্রজা তান্ত্রিক ওঝা ঠাকুর ভন্ড মাশায়েখ পীর
মাটির মানুষ মাটি খায় যার দেয়ালে ঠেকে পিঠ
মাথাপিছু ৩ লাখ ঋন
দিন-রাত কী? খালি পেটে কাটে কত রাত্রি

[Chorus: Scary Crow]
আমাদের এই স্লোগান পারবে না তুমি থামাতে
লাশের পাহাড়ে লুকিয়ে কতদিন আর বাঁচবে?

[Verse 2: Gold Cube]
আন্দোলন ‘৪৭, ‘৫২, ‘২৪
আনে বিপ্লব প্রতিবার,বিদ্রোহি প্রতিবাদ
আন্দোলন এমন না যে চাইতাসে কর্মসংস্থান
মাসিক ছাত্র ভাতা, মান সম্মান
ওরা কইসে, “রাষ্ট ভাষা বাংলা চাই”
“পূর্ব-পশ্চিম ভাগ চাই”
“নিরাপদ সড়ক চাই”
“কোটার সংস্কার চাই”
ছাত্র যদি ভয় পাইতো বন্দুকের গুলি
তাইলে আজকে রাষ্ট্র ভাষা উর্দু থাকতো
উর্দু থাকতো বুলি
দেশে স্বৈরাচার রাজ করে
চোর রাজ ভোগ করে করে
গুলি খায়া পাখির চেয়ে ছাত্র বেশি মরে
পরিশ্রমের আর যোগ্যতার মানে বুঝবো কেমনে
ওয়তো নিজেই টিকা আসে নিজের বাপের নামের উপরে
বর্ডারে প্রতিবেশীর গুলিতে মরে গ্রামবাসী
মনে হয় ঘর আমার কিন্তু ঘরের মালিক প্রতিবেশী
মরনের ডর দেহাইবি তোরা?
আবু সাইদের মত বুক পাইতা কমু
“গুলি কর খানকির পোলা”

[Bridge: Gold Cube]
এই বাংলাদেশ আমার
আসামও আমার
পশ্চিমবঙ্গ আমার
ত্রিপুরাও আমার
এই ছাত্র সমাজ আমার
এই স্বাধীনতা আমার
এই দেশের মাটি আমার
দেশের মানুষ সব আমার
উপজাতি আমার
চাকমারা আমার
বার্মারা আমার
মারমারা আমার
আজব এক গল্প কল্পনা চাকমার
শহিদ আবরার ফাহাদ
এস কে সিনহার
সাগর-রুনির

[Chorus: Scary Crow]
আমাদের এই স্লোগান পারবে না তুমি থামাতে
লাশের পাহাড়ে লুকিয়ে কতদিন আর বাঁচবে?

বায়ান্ন / COLDKRAFT

বায়ান্ন লিরিক (দেখতে ক্লিক করুন)

[Verse 1]
মুর্দা চিনে শকুন জবাব রক্তে মিলে জবানের
মুদ্রা চিনে মূর্খ এদিক নই আর রাস্তা return-এর
নৌকায় জলদস্যু পারি জমায় জবাই সোমবারতে
কলম ধরতে শিখছি বইলা কোপটা পড়বো তলোয়ারের
আইন আর শৃঙ্খলা পট্টি পইড়া আন্ধারে
ঘুম আইবো না চোখে যখন চিৎকার হুনবি মাঝরাতে
রক্ত দিয়া দেশটা কেনা, মালিক কারো বাপ না রে
দৈত্যর রূপে মানুষ এনে চলা লাগে সাবধানে
ভাষা দিয়া মারে মারেই করলো বোবা এরা
তাদের খিলাফ রাজপথে মা মেধা দিয়া মোকাবেলা
বীর থাকে না স্থির বেটা এক পড়লে হয় একশর পয়দা
হকের কথা প্রজার মুখে, স্বৈরাচারীর কানে সয় না
লড়াই অধিকারের, ছাত্রগো কয় রাজাকার
৬ জন বীরের পড়ল লাশ, সারাদেশে হাহাকার
দেনা-পাওনার হিসাব মিটা খাড়া আমরা ১২ মাস
১৮ টা নামুক আবার জাগমু আমরা কাটায় রাত

[Verse 2]
অতীতের মায়াকান্না দেশবাসী আর হুনতে চায় না
বর্তমানে ফেরত আয় মাইনশে এডি গল্প খায় না
পাশে থাকার চাপা ছাড়া, চোরে চোরে মামা-ভাইগ্না
মারবি যত মারিস আমগো শহীদ হলে মরা যায় না
হেলমেট, অস্ত্র, শব্দবোমা স্বপ্নের দেশ টাই দিসে আপা
মাথা উচায় খাড়াই আমরা, দামাল ছেলের হাতে রামদা
রণক্ষেত্র না রে এডা, সারাদেশে গণহত্যা
মানবতার মায়ের দেশে জানোয়ারে মুক্তিযোদ্ধা
রুটি দিলেই পটে কুত্তা, সনদ পাইবি কেজির দরে
পইড়া-লেইখা হইবোটা কী? থাকতে যখন হইবো ডরে
স্বাধীন তাইলে হইলাম কোথায় প্রশ্ন আনলে body পড়ে
খাটতে চাইলাম দেশে রইয়া এরাই বাইরায় যাইবার বলে
রক্ত দিতে ডরায় না কেউ, হকটা সবার সমান চাই
৫২’র তে ২৪ সালের মধ্যে কোন তফাৎ নাই
মইরা গেলেও “কথা ক”, আর নাইলে কোন প্রমাণ নাই
রাস্তা চাইসি নিরাপদ, ঐ রাস্তায় মরে পোলাপাইন
আমলা দেশ চালায় কতদুর তাদের যোগ্যতা
আমার ভাই আর বইনের রক্তে রাঙ্গায় দিল পতাকা
শান্তিপূর্ণ আন্দোলনরে বানায় দিলো কারবালা
হাতে যার নাই হাতিয়ার, ওর হাতেই দিল হাতকড়া

[Verse 3]
লাশ যায় না কবরে গায়েব কইরা পুলিশ case
রক্তে লেখা ইতিহাস এই আমার-তোমার বাংলাদেশ
ঘর ভাইঙ্গা বেহুলার বেহুদা ধরে বীরের বেশ
হেলমেট মাথায় দানব পেটে লাথি দিয়া ভরে পেট
দেশবাসীগো রক্তমাখা হাতে খাওয়াস পরিবার
বাপেরে কিন্তু পাপ ছাড়ে না, মনে রাখিস পরিণাম
অভিযোগের লাইগা জান যায় পয়দা লওয়াই অভিশাপ
বোবার নাকি শত্রু নাই তাই আওয়াজ তুললেই বলিদান
মেরুদণ্ড হওয়ার আগেই সন্তান মরে মায়ের পেটে
প্রশাসনও মুখ ফিরাইসে আপন নাই কেউ আমগো এনে
সাক্ষী কয়ডা করবি গায়েব? কবর ফুরায় যাচ্ছে দেশে
রক্ষা করার কথা যাগো, ওরাই হত্যাকারীর পিছে
লুইটা খাইলো একটাই জোট, আর দেশটা ফিরা আইলো না
দেখি নাই বিজয়ের মাস আর দেখলাম না স্বাধীনতা
রক্ত মাখা জুলাই দেখলাম পাঁচ-ও ওয়াক্ত জানাযা
বাইচাঁ থাকুক বাংলাদেশ আর ৫২’র ঐ চেতনা

[Outro]
৫২’র ঐ চেতনা, বাইচাঁ থাকুক
বাইচাঁ থাকুক বাংলাদেশ আর ৫২’র ঐ চেতনা

স্বাধীনতার গন্ধ / RESTIVE

স্বাধীনতার গন্ধ লিরিক (দেখতে ক্লিক করুন)

ইনসান হইয়া লাভ কী যদি না থাকে ইনসাফ
আশরাফুল মাখলুকাত খোদায় কইরা দেক মাফ
চোক্ষের সামনে আমার মায়ের ছেঁড়া জামা
রাখে সাক্ষী মাটিতে আমি বহুদিনের নির্বাক

স্বপ্ন দেখি আমি পরিবর্তনের
কিন্তু সিস্টেমে ভাসে লা*শ বন্দি জনতা
যদি নাই থাকে রাজ্যে মানবতা
তাইলে রাজার সাথে কীসের আর সমঝোতা

মরি আমি বাঁইচা থাইকা প্রতিদিন
যেন জিন্দা উসুর আমারে খায় প্রতিদিন
সমাজে সাপ নাচে নিজের খেয়াল খুশি মতো
সুযোগ পাইলেই দেয় ছোবল রাজা বাজাইলে বিন

এক শিক্ষক ডাইকা করল জিজ্ঞাসা
আমি জীবনে কী হইতে চাই
কইলাম হাইসা জীবনে কি হমু তার তো কোনো ঠিক নাই
কিন্তু মরণে আমি শহীদ হইতে চাই

আসমানে লাল মেঘ ভাসতে থাক
আমার এই জীবনে মরণ আসতে থাক
স্লোগান ধরি আমি কণ্ঠস্বর ভাঙ্গতে থাক
আমার ছাতিতে গু*লির দাগ গুনতে থাক
তোগো চোখ কই? চোখ থাকলে হুশ কই?
র*ক্তাক্ত রাজপথ আইন আছে বিচার কই?
হাত ভরা রক্তে পরাধীন অঙ্গে
কোন মাদারচো*দ গু*লি মারে আমারে আমারই বঙ্গে

নূর হোসেন ঘরে ঘরে কংক্রিটের নগরে
জানের মায়া ভুইলা গিয়ে মৃ*ত্যু আপনায় পাজরে
শকুন যেমনে আমার ভাইয়ের মৃ*তদেহ গিলা খায়
স্বাধীনতার গন্ধ আমারেও গিলা খায়

আর কত জুলুম সইব ছাত্রসমাজ
আর কত গু*লি খাইব ছাত্রসমাজ
আর কত লা*শ হইব ছাত্রসমাজ
প্রকৃত ছাত্র হওয়াই দেশে প্রকৃত পাপ

বহু শত রাজাকার মুক্তিযোদ্ধার চাদরে
ভুয়া কোটা লয়া প্রমশন লয় চাকরি পদে
লাঞ্চিত হয় মেধা যুগের পর যুগ
বঞ্চিত জনতার পেটে ভুগ আর ভুগ

উৎখাত কর বীজ দেশবিরোধীর
দেশপ্রেমের মুখোশ পরা জারজ বধির
মইরা গেলে মইরা যামু থাকমু না স্থীর
ভাইয়ের লা*শ কান্ধে আমি বীর আমি বীর!

এছাড়া এই সময়ের অন্যান্য উল্লেখযোগ্য র‍্যাপ গানঃ

ছড়িয়ে দিন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *