ক্ষত: মৌসুমী ভৌমিকের জাদুকরী হাহাকার

কখনো কখনো একটা গান শিল্পীর নিজের পরিচয়কেও ছাপিয়ে যায়। এর বাস্তব উদাহরণ মৌসুমী ভৌমিক। তার গানের কথা উঠলেই আমাদের সবার মনে পড়ে ‘ আমি শুনেছি সেদিন নাকি’ এর কথা। কোথাও বাজাতে হলে মৌসুমী ভৌমিকের এই গানটিই বাজাও।

অথচ মৌসুমী ভৌমিকের হাহাকার মেশানো নিঃসঙ্গ কণ্ঠে আরো কত গান বেজে গেছে। যেগুলো আমাদের আত্না ধরে টান মারতে পারে- যেগুলো আমরা কোনো দিন শুনিনি।

তেমনি তার একটি গান ‘এই সময়ের বুকে ক্ষত জমে আছে’।

একটা সময় কিভাবে নীরবে কাঁদতে পারে। শহরের বুকে কত কত কষ্ট লুকিয়ে থাকে- কয়টা কান্না আমরা দেখতে, শুনতে বা বুঝতে পারি? এই শহরের আকাশটাও যেন বুঝে গেছে। আকাশ জুড়ে কালো মেঘের ছায়া। অথচ বৃষ্টি নেই। বৃষ্টি হলেও তো কিছুটা স্বস্তি হতো। কাঁদতে পারলেও তো কিছু ক্ষত লঘু হতো। কিন্তু এই শহরে কাঁদতে পারার স্বাধীনতাও নেই। সবাই সবার ক্ষত নিয়ে একা একা বেঁচে থাকে। এখানে ভিখিরি ছেলে বেঁচে থাকে। মানুষ হয়েও একটা মানুষের জীবন পায় না সে। আমাদের চোখে খুব স্বাভাবিক। আমরা ভুলে যাই তার ক্ষতের কথা। এখানে থাকে রাতের বেশ্যারা। রাত যত বাড়ে, তত তার হাসি চওড়া হয়। অথচ এটা একটা মেকি হাসি। তার শরীরের ভাঁজে ভাঁজে ক্ষত। হাসির আড়ালে সে ক্ষত আড়াল করে। এই শহরে আছে আরো কত শত চরিত্র। বিচিত্র তাদের ক্ষত। শুধু এক জায়গাতেই তাদের মিল- ক্ষত জেগে আছে। আমাদের সবারই আছে অজানা গোপন একাকী ক্ষত। আহত হৃদয় নিয়ে আমরা বেঁচে থাকি দিনের পর দিন। এ শহর থেকে আমরা উড়েও যেতে পারি না। পাখি হলে হয়তো পারতাম। কিন্তু হায়! পাখি ভাগ্য তো মানুষের নেই। তার ভাগ্য আহত হওয়ার।

এই সময়ের বুকে ক্ষত জমে আছে

কথা, সুর, কণ্ঠ: মৌসুমী ভৌমিক

এই সময়ের বুকে ক্ষত জমে আছে
শহরের বুকে ক্ষত জমে আছে
কিছু দেখি, কিছু দেখতে পাইনা
কিছু দেখি, কিছু দেখতে পাইনা।

আকাশটা বড় মেঘ কালো ছিল
জানলা খুলতে মুখ ভেংচালো
মেঘ কালো- তবু বৃষ্টি নামেনা
আকাশ এখন কাঁদতে জানেনা।

আকাশের বুকে ক্ষত জমে আছে
সময়ের বুকে ক্ষত জমে আছে
কিছু দেখি, কিছু দেখতে পাইনা
কিছু দেখি, কিছু দেখতে পাইনা।

রাস্তা চলছে রাস্তার ছেলে
হাতে ধরা আছে দুমড়ানো বাটি
কুকুরের মতো পায়ে পায়ে চলে
ঘেনঘেনে সুরে একই কথা বলে

ছেলেটার বুকে ক্ষত জমে আছে
বাটিটাতে জানি ক্ষত জমে আছে
কিছু দেখি, কিছু দেখতে পাইনা
কিছু দেখি, কিছু দেখতে পাইনা।

রাস্তার ধারে রাত জাগা মেয়ে
প্রেমহীন পথে ঘুরে ঘুরে মরে
মুখে হাসি আঁকে রাত যত বাড়ে
ভালোবাসা বেচে ঘরে ফিরে চলে

মেয়েটার ঠোঁট এ ক্ষত জমে আছে
শরীরের ভাজে ক্ষত জমে আছে
কিছু দেখি, কিছু দেখতে পাইনা
কিছু দেখি, কিছু দেখতে পাইনা।

বাজারের মোড়ে বুড়ো ফেরিওয়ালা
সময়ের দোষে পথে পথে ঘোরে
একদিন দেখি মুখোশ পরে সে
কাগজ এর এক বাঘ হয়ে গেছে

বাঘের মুখে ক্ষত লেখা আছে
শরীরের দাগে ক্ষত জমে আছে
কিছু দেখি, কিছু দেখতে পাইনা
কিছু দেখি, কিছু দেখতে পাইনা।

এই সময়ের বুকে ক্ষত জমে আছে
শহরের বুকে ক্ষত জমে আছে
তোমারও বুকে ক্ষত জমে আছে
কিছু দেখি কিছু দেখতে পাই না।

এমন হাহাকার, এমন নীরব বেদনা, অথচ সবার কান্না নিয়ে এমন গান খুব কমই আছে- যা আমাদের সবাইকে সবার প্রতি করে তুলতে পারে আরো সহানুভূতিশীল। মানুষ মানুষের কাছে একটা নরম আরাম হবে। এই গান আমাদের সেদিকে নিয়ে যায়। পৃথিবীর সব মানুষ দুঃখী- তাই দুঃখই আমাদেরকে সত্যিকারের এক করে তুলতে পারে।

ছড়িয়ে দিন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *